দেওয়ানগঞ্জ করলার কেজি সাত টাকা! খরচ না উঠায় হতাশ চাষিরা। বাজারে দাম না থাকায় অনেক কৃষক তাদের করলা ক্ষেতেই রেখে দিচ্ছেন। দেওয়ানগঞ্জ-ইসলামপুরে করলার সুনাম থাকায় দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক চাহিদা রয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদের কাননপুরের করলা চাষি সাহেদ মিয়ার কাছে করলা চাষে লোকসান হচ্ছে কিনা- জানতে চাইলে তিনি জানান, এক বিঘা জমিতে তিনি করলা চাষ করেছেন। তিনি বলেন, খরচ উঠছে না, বেগার খাটুনি খাটতেছি, খেতে পচে নষ্ট হইব তাই বাধ্য হয়ে বাজারে বিক্রি করতাছি, ক্ষেত থেকে বাজারে আনার রিকশা ভাড়াও উঠছে না।
রোববার দেওয়ানগঞ্জ পৌর শহরের হাটে করলা ৫-৭ টাকা দরে, ঢেঁড়স ১০ টাকা কেজি, ধুন্দল ১০ টাকা কেজি, ঝিঙ্গা ২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। বুধবার হাটে করলার দাম না থাকায় অনেক চাষি ফেলে দিয়ে চলে যান।
আপনার মতামত লিখুন :