রোববার রাতের প্রবল বৃষ্টিপাতে তলিয়ে যায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকা। রাতেই বাসাবাড়িতে বৃষ্টির পানি উঠে আসবাবপত্র, ঘরের চুলা ডুবিয়ে দেয়, পানি উঠেছে ওসমানী হাসপাতালেও। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী।
সোমবার (৩ জুন) বেলা ৯টায় জানা যায়, সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ও কুশিয়ারার অমলসিদ পয়েন্টে সকাল ৬টায় বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
সিলেটে গত রাত থেকে সকাল পর্যন্ত ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতির অবনতি ঘটেছে। নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আঙ্গিনায় পানি। ভবনের নিচতলা বৃষ্টির পানি। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
আপনার মতামত লিখুন :