প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০৭:৪৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দুটি খাসি জবাই করে সাধারণ মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলকায় এ আয়োজন করা হয়। বিএনপি’র সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি`র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
গত শুক্রবার মধ্য রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই দোয়া মাহফিলসহ নানা ধরণের কর্মসূচি পানল করছে নেতা-কর্মীরা। বলা যায়, এক ধরণের উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া, এটা সবাই জানে। যে কারণে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বলেন, খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের ইতিবাচক ও সংসদীয় রাজনীতিতে তার কোন বিকল্প নেই । বিএনপি চেয়ারপারনকে বিশ্বের গণতান্ত্রিক মানুষের প্রাণ শক্তি, মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস মন্তব্য করে রিজভী বলেন, দ্রুত মুক্তি দিন,না হলে কোন পরিস্থিতির দায় নিতে হবে সরকারকে।
খাসি সদকা দেয়ার বিষয়ে বিএনপি’র সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মা, আমাদের সবার আবেগের জায়গা। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীকও তিনি। সংগ্রামী এই মানুষেটি বরাবরই গণতন্ত্রনের প্রশ্নে আপোসহীন । এই নেত্রী হাসপাতালে থাকায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেই আবেগ থেকেই এই উদ্যোগ নিয়েছি, আরও নিবো। কারণ, কেবল বিএনপি নেতা-কর্মীরাই নয়, সারা দেশের গণতন্ত্রকামি মানুষই খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চায়। সবার দাবির প্রেক্ষিতে সরকারকে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিশ্চিত করতে হবে বিদেশে উন্নত চিকিৎসা।
এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি`র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা ডাঃ মুশফিক-সহ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :