ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫  
Newscirclebd
খুলনার এ্যাজাক্স জুট মিল

১০ বছর পর বেদখল মিলের দখল ফিরে পেলেন প্রকৃত মালিক

নিউজ সার্কেল

প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৯:১৪ পিএম

১০ বছর পর বেদখল মিলের দখল ফিরে পেলেন প্রকৃত মালিক

১০ বছরেরও বেশি সময় ধরে বেদখল ছিল খুলনার ঐতিহ্যবাহী মিল-কারখানা ‍‍`এ্যাজাক্স জুট মিল। দীর্ঘ সময় পর বেদখল থাকা এ মিলের দখল নিলেন প্রকৃত মালিক, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাওসার জামান বাবলা। মঙ্গলবার দুপুরে প্রশাসনের সহায়তায় খুলনার খান জাহান আলী থানার মিরের ডাঙ্গা শিল্প অঞ্চলের এই মিলটির দখল ফিরে পান তিনি।

 

এ সময় প্রশাসনের  কর্তা ব্যাক্তিদের পাশাপাশি  বিভাগীয় কমিশনার এবং শ্রম পরিচালকরা প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাওসার জামান বাবলার সঙ্গে উপস্থিত ছিলেন।

কাওসার জামান বাবলা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল এই মিলটি বেদখল করে রেখেছিলো। নানা চেষ্টা তবদির করেও এই বিষয়টির সুরাহা করা সম্ভব হয়নি। কিন্তু আমি চাই মিলটি চালু হোক।

 

কাওসার জামান বাবলা দাবি করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী এসব মিল কারখানা চালুর পক্ষে। ঘোষনা দেন, কোন কর্মীর বেতন যদি এক টাকাও বকেয়া থাকে সব পরিশোধ করে দেয়া হবে। বলেন, এই মিল চালু হবে বৃহত্তর খুলনা এলাকায় কর্ম বহু শ্রমিকের কর্মসংস্থান হবে। 

 

১৯১৪ সালের মে মাস থেকে বন্ধ থাকা এ্যাজাক্স জুটি মিলটি চালুর বিষয়ে প্রধান মন্ত্রী সহযোগীতা চান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাওসার জামান বাবলা। পাশাপাশি যাদের কারণে এত দিন ধরে মিলটি বন্ধ ছিলো তাদের দৃষ্টান্তমুলক শাস্তিও দাবি করেন তিনি।

Link copied!