ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  
Newscirclebd

বিএনপি নেতা আমানউল্লাহ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন

নিউজ সার্কেল

প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৩:২৫ পিএম

বিএনপি নেতা আমানউল্লাহ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন

আপিল বিভাগ চিকিৎসার জন্য আমানউল্লাহকে সিঙ্গাপুর যেতে অনুমতি দিয়েছেন বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এক মাসের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমানউল্লাহ দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। একই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত আমানউল্লাহকে ১৩ বছর এবং তাঁর স্ত্রী সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন।

২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে আমানউল্লাহ দম্পতিকে খালাস দেন। এর বিরুদ্ধে দুদক আপিল করে। ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে হাইকোর্টে আপিল পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়। আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন আমানউল্লাহ। পরে তা খারিজ করে দেন আপিল বিভাগ।

পুনঃশুনানি শেষে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত বছরের ৭ আগস্ট প্রকাশিত হয়। এরপর আমানউল্লাহর স্ত্রী সাবেরা গত ৩ সেপ্টেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। পুনঃশুনানি শেষে তিন বছর কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন, জামিন চান। শুনানি নিয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর চেম্বার আদালত থেকে জামিন পান তিনি।

Link copied!