ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫  
Newscirclebd

বিএনপিকে শেষ করার ‘ভয়ংকর’ পরিকল্পনা নিয়েছে সরকার: রিজভী

নিউজ সার্কেল

প্রকাশিত: মে ১৩, ২০২৪, ১২:১৪ পিএম

বিএনপিকে শেষ করার ‘ভয়ংকর’ পরিকল্পনা নিয়েছে সরকার: রিজভী

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ১২ মে ছবি: সংগৃহীত

বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ সরকার নতুন করে ভয়ংকর দমন-পীড়নের (ক্র্যাকডাউনের) পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারেই শূন্য হয়ে গেছে। একটি দল নিজের কর্মদোষে ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার এটা বড় লক্ষণ। এখন তাদের সঙ্গে কিছু লুটেরা আর ভারত ছাড়া কেউই নেই। দেশজুড়েই একদলীয় ভোটারবিহীন ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদধ্বনি বাড়ছে।

বিএনপির এই নেতার ভাষ্য, আগের দিন শুক্রবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে জনজোয়ার দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘বিএনপি আবার নৈরাজ্য করলে আগে তো একটা শিক্ষা দিয়েছি, এবার ডাবল শিক্ষা দেব। আমরা বসে নেই।’ তাঁর ঘোষণার পরই আওয়ামী লীগের এজেন্টরা মাঠে নেমেছে। তারাই নয়াপল্টনে পলিথিনের ভেতর ককটেল রেখে এক ভবঘুরে কিশোরকে আহত করেছে।

রিজভীর দাবি, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ লন্ডভন্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের ওপর দমনাভিযান চালানো হয়েছিল। একই কায়দায় গতকাল শনিবার যুবদলের সমাবেশের দিনে আওয়ামী লীগ ও বিভিন্ন সংস্থার মাধ্যমে নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে।

 

সরকারকে রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠন করা হয়েছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই বাহিনী ‘মিথ্যা’ অজুহাতে বিএনপির নেতা–কর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, দমন, নিপীড়ন ও সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে।

Link copied!